সমকালীন পরিবেশ জীবন বিকাশের ক্ষেত্রভূমি : একটি আলোচনা

Author: সরোজ সেনাপতি

DOI Link :: https://doi-ds.org/doilink/04.2024-21629862/BIJMRD/2024/V2/I2/A1

Abstract:  শিশুর বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানুষের জীবন কখনো একমুখী নয়, জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোন না কোন অভিজ্ঞতা লাভ করে। বিশ্ব প্রকৃতির মাঝে থেকে কখনো বা মানুষ শিক্ষালাভ করে। ভারতবর্ষের জলবায়ু, ভূপ্রকৃতি, সাংস্কৃতি কৃষ্টি সম্পূর্ণ বৈচিত্র্যপূর্ণ। মানুষের জীবন বিকাশ কোন একক পরিমণ্ডল কেন্দ্রিক নয়। ঋতুচক্রের ঘূর্ণাবতে যেমন মনের প্রফুল্লতা আসে আবার জীবনে বেঁচে থাকার তাগিদ ফুটে ওঠে। পশ্চিমে মরুভূমি উত্তরে  আল্পিয় তুন্দ্রা হিমবাহ থেকে দক্ষিণপশ্চিমে দ্বীপাঞ্চলের ক্রান্তীয়ন আর্দ্র বর্ষনারন্য মিলিয়ে আমাদের জলবায়ুর বৈচিত্র্যতা। আবার অন্য দিক থেকে বলা চলে ক্রান্তীয়তার কারণে বন্যা, সাইক্লোন সমস্যা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবন বিকাশের পথ বৈচিত্র্যমুখী। জীবন ধারণ প্রণালী, খাদ্য, পানীয় সংস্কৃতি মিলিয়েই মানুষের বিকাশ। মানুষ তার অবস্থানের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করে। পরিস্থিতি তাকে এগিয়ে যেতে যেমন সাহায্য করে আবার তার চলার পথকে রুদ্ধ করে দেয়। জন্ম থেকে মৃত্যু পযন্ত মানুষ তার জীবন বিকাশে নানান পন্থার মুখোমুখি হয়। বিকাশ কখনো এক স্থানে মন্থর হয়ে যায় না জৈবিক তাগিদ অনুযায়ী বৃদ্ধির পথ একসময় বন্ধ হয়ে যায় অথচ বিকাশের রাস্তা খোলা প্রান্তর। মাটি যদি খাঁটি হয় ফসল ফলবে সোনা আবার পরিবেশ যদি সুস্থ হয় জীবন হবে ধন্য। মানসিক, দৈহিক, আধ্যাত্মিক শারীরিক যার কথাই বলি প্রকৃতির অনুসঙ্গে বিকাশ চলমান। জলবায়ু মানুষের খাদ্য নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে ভাষা। আবার জলবায়ু পেশা প্রবেশের পথের টুলস হিসেবে কাজ করে। মৃত্তিকা মানুষকে নতুন করে বাঁচার আশা দেয়। জীবনের সুক্ষতম ভাবনায় ভৌগলিক পরিমণ্ডল মানুষকে বেঁচে থাকার রসদ জোগায়। জীবন বিকাশের নানান দিক মানুষ নির্ভর করে প্রাকৃতিক পরিবেশ অনুসঙ্গে

Keywords:  পরিস্থিতি, পরিবেশ, জলবায়ু, মরুভূমি ও জীবন বিকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *