মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক : পোশাকের আড়ালে মানুষের আদিম প্রবৃত্তি

Author: মানস কান্তি প্রামানিক

DOI Link :: https://doi-ds.org/doilink/04.2024-16988983/BIJMRD/2024/V2/I2/A3

Abstract: কথাকার মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যজীবনের শুরুর দিকের একটি বিখ্যাত গল্প ‘প্রাগৈতিহাসিক’ আখ্যান, গাঁথুনি, ভাষাশৈলী -সব দিক দিয়েই আদর্শস্থানীয় একটি ছোটগল্প গল্পটিতে গল্পকারের স্বতন্ত্র জীবন অন্বেষার অনুসন্ধানের সাথে সাথে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের বাস্তব চিত্র উঠে এসেছে। গল্পকার গল্পের প্রধান চরিত্র ভিখু-র নৃশংসতা ও যৌনজীবনের জটিলতার মধ্যে দিয়ে মধ্যবিত্ত সমাজের রংমাখা কৃত্রিম জৌলুসের আড়ালে মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা যৌনতা তাড়িত আদিম প্রবৃত্তির উদগ্র চিত্র গল্পে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। দেখিয়েছেন কীভাবে মানুষ নিজ অসহায়ত্বের নিকট আত্মসমর্পণ না করে, শত বাধা উপেক্ষা করে নিজ অভিপ্রায় অনুযায়ী বাঁচবার চেষ্টা করতে থাকে।

Keywords: মানিক, মানিক বন্দ্যোপাধ্যায়, ছোটগল্প, প্রাগৈতিহাসিক, ফ্রয়েড, মনোবিকলন তত্ত্ব, যৌনতা, নৃশংসতা, আদিম প্রবৃত্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *