আগুনপাখি : জননী থেকে দেশ-জননী হয়ে ওঠার আখ্যান

Author: সুব্রত পুরকাইত

DOI Link :: https://doi-ds.org/doilink/04.2024-23792232/BIJMRD/2024/V2/I2/A2

Abstract:  হাসান আজিজুল হক এর বিখ্যাত উপন্যাস ‘আগুনপাখি’। দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয় নিয়ে যেসব গল্প, উপন্যাস রচিত হয়েছে এবং আজও হয়ে চলেছে তার মধ্যে অন্যতম উপন্যাস ‘আগুনপাখি’। দেশভাগ শুধুমাত্র যে মানুষে মানুষে বিভেদ তৈরি করে তা নয়, তা একটি সংসারের মধ্যেকার আপন জনের মধ্যেও বিভেদ সৃষ্টি করে। লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই রূপরেখা তুলে ধরেছেন। গ্রাম্য ও চরম দারিদ্র্যে বড় হওয়া এক নারী বিবাহের পর নতুন সংসারে যখন প্রবেশ করে তখন তার আলাদা আইডেন্টিটি তৈরি হয়। ক্রমে সেই আইডেন্টিটি জননীতে রূপান্তরিত হয়। একজন ‘স্ত্রী’ এবং একজন ‘জননী’ এই দুই সত্তার মধ্যে পার্থক্য বিস্তর। একজন স্ত্রী সইতে পারেন অনেক, কিন্তু একজন জননী সেই পথ নাও অবলম্বন করতে পারেন। তিনি প্রয়োজনে সংসারের বিরুদ্ধে নিজের স্বাধীন সত্তাকে দাঁড় করাতে পারেন। নানান প্রশ্নে জর্জরিত করে দিতে পারেন। প্রচলিত বিশ্বাস ও সংস্কারকে ধাক্কা দিয়ে, পরের উপর নির্ভরশীলতার মিথ্যে বনিয়াদকে টলিয়ে দিতে পারেন। নিজেকে নতুন করে আবার গড়ে নিতে পারেন। নিজেকে সবার সামনে দাঁড় করিয়ে নতুন করে চিনিয়ে দিতে পারেন। এমনই এক ‘নারী’, তার চিরন্তন ‘জননী’র গন্ডি অতিক্রম করে ‘দেশ-জননী’ হয়ে ওঠার পথে নির্ভীক চিত্তে পাড়ি দিতে পারেন।

Keywords:  আগুনপাখি, হাসান আজিজুল হক, দেশ-জননী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *