বৈষ্ণব পদাবলির গৌরচন্দ্রিকা : একটি অধ্যয়ন

Author: ড. জয়ন্তী সাহা

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03040022

Abstract(সারসংক্ষেপ): চৈতন্যদেবের আবির্ভাব বাংলাদেশে এক যুগান্তকারী ঘটনা। গৌড়ীয় বৈষ্ণবগণ বিশ্বাস করেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধাপ্রেমের স্বাদ এবং রাধারূপে কৃষ্ণপ্রেমের স্বাদ গ্রহণ করার জন্যেই গৌরসুন্দরের রূপ ধারণ করে নবদ্বীপ ধামে অবতীর্ণ হন। গৌরাঙ্গদেব একদেহে রাধা এবং কৃষ্ণের যুগল অবতার— অন্তঃকৃষ্ণ বহির্গৌর। অতএব গৌরাঙ্গদেবের আবির্ভাব যে বৈষ্ণব পদাবলি সমৃদ্ধি লাভ করবে, তাতে বিস্ময়ের কিছু নেই। গৌরাঙ্গদেবকে লইয়া যে সকল পদাবলি রচিত হয়েছে, তাকে বলা হয় গৌর পদাবলি। যে সকল গৌরপদাবলির সঙ্গে রাধাকৃষ্ণের লীলাবৈচিত্র্যের ভাবসাদৃশ্য আছে সেগুলিই মাত্র গৌরচন্দ্রিকা।

Keywords(মূল শব্দ): গৌরাঙ্গবিষয়ক পদ, গৌরচন্দ্রিকা, চৈতন্যদেব, কৃষ্ণভাব, রাধাভাব, বৈষ্ণব পদাবলি।

Page No: 221-225