Author: অর্পিতা চৌধুরী
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03020027
Abstract: বাংলার লোকসংস্কৃতিতে প্রত্যক্ষ বা প্রচ্ছন্নভাবে রয়েছে লোকদেবতার প্রভাব বাঁকুড়া জেলা তার ব্যতিক্রম নয় প্রাকৃতিক পরিবেশ ও প্রাচীনত্বের দিক থেকে পশ্চিমবাংলার বোধহয় সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ জেলা বাঁকুড়া।এই জেলায় মানুষের বিশ্বাসে মিশে রয়েছে অসংখ্য লোকদেবতা বেশিরভাগেরই কোন প্রতিষ্ঠিত মন্দির বা বাঁধানো বেদি নেই নির্দিষ্ট দিনে সারা গ্রামের সব স্তরের মানুষ তার পুজো দেয় বিচিত্র উপচারে, পশুপাখি বলি দিয়ে। লোকবিশ্বাস অনুসারে, তিনি গ্রামের অভিভাবক, গ্রামরক্ষাকারী। গ্রামবাসী তাঁর কাছে যা প্রার্থনা করে, তিনি তাদের তাই দেন। তিনি খাদ্য, সন্তান, সুবৃষ্টি, সুশস্য দেন। মড়ক, মহামারি রোগ, শোক থেকে গ্রামবাসীকে রক্ষা করেন। দুর্বৃত্ত ও হিংস্র পশুর আক্রমণরোধ করেন। গবাদি পশুকে সুস্থ রাখেন। কিন্তু অসন্তুষ্ট হলে মানুষের ক্ষতিও হয়। তাই কল্যাণ লাভের আশায় তার পুজো।
Keywords: বাঁকুড়া, লোকসংকৃতি, লোকধর্ম, লোকদেবতা, লোকজীবন।
Page No: 186-194
