Author: Swagata Biswas Mondal
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03100021
Abstract: রমাপদ চৌধুরীর ছোটগল্পে মূলত স্বাধীনতা-উত্তর ভারতের সমকালীন সংকট এবং নাগরিক মধ্যবিত্তের মনন ও জীবনযন্ত্রণার প্রতিফলন ঘটেছে। দেশভাগের ফলে সৃষ্ট দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা, সংখ্যালঘু নিধন, নারীলুণ্ঠন এবং ধর্ষণের মতো বীভৎস ঘটনা তাঁর গল্পে স্থান পেয়েছে। একইসঙ্গে, মধ্যবিত্তের মূল্যবোধের অবক্ষয়, নৈতিক অধঃপতন, আর্থিক সংকট এবং ভোগবাদী চিন্তাধারার প্রতি মোহগ্রস্ততাও তাঁর গল্পের প্রধান উপজীব্য। ‘অঙ্গপালি’ এবং ‘করুণকন্যা’ গল্প দু’টি দেশভাগের অগ্নিগর্ভ সময়ে নির্যাতিতা নারীর করুণ পরিণতি ও কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরে। গল্পগুলিতে নারী নির্যাতনের কলঙ্কজনক ইতিহাস এবং পরিবারের প্রত্যাখ্যানের মাধ্যমে সমাজের বর্বর অন্ধকার তুলে ধরা হয়েছে। লেখকের ‘ডাইনিং টেব্ল’, ‘বসবার ঘর’, ‘ফ্রীজ’, ‘ড্রেসিং টেব্ল’ ইত্যাদি গল্পগুলিতে নাগরিক মধ্যবিত্তের অভাব, অনটন থেকে উত্তরণের স্পৃহা এবং ভোগবাদী চিন্তাধারার বশবর্তী হয়ে বদলে যাওয়ার আখ্যান প্রাধান্য পেয়েছে। রমাপদ চৌধুরীর ছোটগল্পগুলি মধ্যবিত্তের টানাপোড়েনের দলিল এবং তাঁর মূল অন্বিষ্ট হল এই শ্রেণীর সীমাবদ্ধতা।
Keywords: রমাপদ চৌধুরী, ছোটগল্প, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্বাধীনতা-উত্তর সমকাল, মধ্যবিত্ত মনন।
Page No: 172-179
