দক্ষিণ-পশ্চিম বঙ্গের আদিবাসী ও অন্ত্যজ সমাজের প্রকৃতি আরাধনা ও পরিবেশ চিন্তা

Author: অদ্বৈত কুমার রানা

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03120008

Abstract(সারসংক্ষেপ): প্রাচীন কাল থেকেই মানুষ প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ ছিল। প্রকৃতির সৌন্দর্য, বৈচিত্র্য ও প্রাচুর্য মানুষকে মুগ্ধ করে। প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই জন্মগ্রহণ করে প্রকৃতি আরাধনা। আধুনিক সময়ে পরিবেশ চিন্তার ধারণা বিকশিত হয়েছে। তবে জঙ্গলমহল (দক্ষিণ-পশ্চিম বঙ্গ) অঞ্চলে আদিবাসী ও অন্ত্যজ সমাজের ধর্মচর্চায় এখনো প্রকৃতিবাদের আকর সুসজ্জিত ও অতিযত্নে লালিত হয়ে চলেছে। যা পালনে সাধারণ সম্প্রদায়ের মানুষের থেকে আদিবাসী ও অন্ত্যজ সম্প্রদায়ের মানুষের ভূমিকা অগ্রগণ্যভাবে দেখা যায় তাদের পূজার্চনার মধ্য দিয়ে।

Keywords(মূল শব্দ): আদিবাসী, জঙ্গলমহল অঞ্চল, অন্ত্যজ সমাজ, প্রকৃতি, পূজা, পরব।

Page No: 79-84