Author: তুহিন দাস
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03090021
Abstract (সারসংক্ষেপ): বইটার কী রং ছিল মনে নেই তবে সেখানের ছবি গুলো এখনও স্মৃতিতে জীবন্ত। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই বলেছিলেন এক ঠাকুরের কথা। যিনি নাকি বইটি লিখেছেন। বর্ণ পরিচয়ের পর যে ঠাকুরের হাত ধরে গুটি গুটি পায়ে গ্রামের মিঠে সর্ষে ক্ষেতের আল ধরে, ‘ক খ গ ঘ’ এর সাথে জেলে-ডিঙি বেয়ে বা ‘ম’ এর গোরুর গাড়ি চড়ে হারিয়ে গিয়েছিলাম কল্পনার আলো আঁধারি বড্ড চেনা এক ভুবনে। সেই ভুবনটাই সহজপাঠ। স্কুল ব্যাগে ঘষা খেয়ে মলাট ছিঁড়ে যাওয়া জীর্ণ বইটি এখনো জীবনের কথা বলে, ভয় না পেয়ে এগিয়ে চলার কথা বলে। সেইসব ছোট খোকা দের বড়ো করে তোলার দায়িত্ব নেয় যারা এইমাত্র বর্ণের দুনিয়ায় হামাগুড়ি দিতে শিখেছে। এই বই শুধুমাত্র “য র ল ব” এর মতো ঘরে বসে এক মনে পড়া করতেই শেখায়না, প্রকৃতির মাঝে দলগত ভাবে হাতে কলমে কাজের মাধ্যমে স্বশিখনেও উদ্বুদ্ধ করে এই সহজপাঠ।
Keywords (মূল শব্দ): সহজপাঠ, শিশু শিক্ষা, লিনোকাট পদ্ধতি, বিশ্বভারতী সংস্করণ, শিক্ষার অধিকার আইন
Page No: 192-197
