Author: অনুশ্রী মাইতি দাস
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/02100015
সারাংশ: উপন্যাস ও নাটক সাহিত্যের দুটি স্বতন্ত্র্য আঙ্গিকের শিল্পমাধ্যম হলেও প্রতিভাধর ঔপন্যাসিক কখনো উপন্যাসের নাট্যরূপায়ন করে থাকেন। পারিবারিক সূত্রে একটি অসাধারন নাট্যমন লাভ করেছিলেন রবীন্দ্রনাথ নাট্যচর্চা ছিল তাঁর নিত্যদিনের কাজ। তাঁর স্বরচিত মোট ৫ টি উপন্যাসকে নাটকে রূপান্তরিত করেছিলেন মূলতঃ মঞ্চাভিনয়ের বিষয়টি মাথায় রেখে। এমনকি অনেক ক্ষেত্রে তিনি গল্পের প্লট ও চরিত্রের দিক থেকেও সন্তুষ্ট ছিলেন না। ফলে প্রয়োজন অনুযায়ী কাহিনী রূপান্তর করেছেন ও চরিত্রের গতিবিধির বদল ঘটিয়েছেন একবার রূপান্তরের পর বিভিন্ন সংস্করণে বারেবারে পরিবর্তন করেছেন।
Keywords: রবীন্দ্র উপন্যাস, রবীন্দ্র নাট্য, উপন্যাসের নাট্যরূপান্তর
Page No: 122-129