গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক চেতনা : এক জীবননিষ্ঠ বস্তুবাদী অনুসন্ধান

Author: Sutapa Dey & Dr. Sanchita Banerjee Roy

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03090031

Abstract(সারসংক্ষেপ): গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় এক যুগ-সচেতন শিল্পস্রষ্টা, যিনি নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে প্রত্যক্ষ সমাজবাস্তবতা এবং গণসংগ্রামকে তাঁর সাহিত্যে স্থান দিয়েছেন। তাঁর রাজনৈতিক চেতনার বিকাশ ঘটেছিল কিশোর বয়স থেকেই। তিনি দারোগার সন্তান হয়েও সরকার-বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন এবং লাঞ্ছনা সহ্য করেছেন। ছোটবেলার রচনাতেও তাঁর দেশপ্রেম ও মুক্তিকামী ভাবনা প্রকাশ পেয়েছিল। যৌবনকাল থেকে তিনি মানুষের ন্যায় ও অধিকার সম্পর্কিত সাম্যবাদী ধারণার সঙ্গে যুক্ত হন। ১৯১৭ সালের রুশ বিপ্লব এবং মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে তিনি শোষণমুক্ত সমাজের কল্পনা করেছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না ঠিকই, তবুও তিনি মার্ক্সবাদীদের মতোই যথাযথ বস্তুবাদী দৃষ্টি দিয়ে সাহিত্য রচনা করেছেন। সাম্প্রদায়িকতার বিদ্বেষকে তিনি কখনও প্রশ্রয় দেননি বরং মহামানবতা ও মনুষ্যত্ববোধের আদর্শকে সবচেয়ে বড় বলে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন, সমাজের অসাম্য ও অব্যবস্থাই ক্রোধ ও হিংসাত্মক আন্দোলনের জন্ম দেয়, তাই তিনি শিক্ষা প্রসারের মাধ্যমে দেশমুক্তি ও দারিদ্র্য মুক্তির কথা বলেছেন। বস্তুত, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক চেতনা ও সাহিত্য আত্মসচেতন মানবিক আনন্দ, মানুষের শৃঙ্খল মুক্তি, এবং জীবননিষ্ঠ বস্তুবাদী সাহিত্যের আদর্শেরই অনুসারী ছিল।

Keywords(মূল শব্দ): নারায়ণ গঙ্গোপাধ্যায়, রাজনৈতিক চেতনা, কমিউনিজম, মার্ক্সবাদ, মানবিকতা, শ্রেণীসংগ্রাম, স্বদেশপ্রেম, গণসংগ্রাম।

Page No: 249-258