Author: সঞ্চিতা মিত্র
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03090018
Abstract (সারসংক্ষেপ): সাহিত্যে রুচি, নীতি বা শ্লীলতা-অশ্লীলতার কোনো চিরস্থায়ী বা নির্দিষ্ট মানদণ্ড নেই। এই ধারণাগুলির সীমারেখা খুবই অস্পষ্ট এবং দেশ, কাল ও যুগের রুচি পরিবর্তনের সাথে সাথে এগুলির মূল্যায়নও পরিবর্তিত হয়। আজ যা কুরুচিপূর্ণ বা অশ্লীল বলে বিবেচিত, ভবিষ্যতে তাই শ্লীলতার মর্যাদা পেতে পারে।ভারতচন্দ্রের অন্নদামঙ্গল তিনটি ভাগের মধ্যে দ্বিতীয়ভাগ হল কালিকামঙ্গল। এর আখ্যান আদিরসাত্মক এবং সেটা নিয়েই তাঁকে অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত করেছেন নানা সমালোচক থেকে সনামধন্য সাহিত্যিক। যদিও ভারতচন্দ্র শুধুমাত্র যৌনতার বর্ণনা এতে দেননি, আলংকারিক প্রয়োগও সমান ভাবে ঘটিয়েছেন, ভাষার চমৎকারিত্ব দিয়ে অশ্লীলতাকে ঢেকেছেন, প্রেম ও যৌনতা সম্পর্কে সামাজিক ট্যাবু ভাঙতে চেয়েছেন। কাহিনীর মধ্যে নাট্যগুন ও সামাজিক বৈশিষ্ট্যের প্রয়োগে তিনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন।ভারতচন্দ্রের কলংক ও সাফল্য উভয়েরই সাক্ষী এই বিদ্যাসুন্দর কাব্য।
Keywords (মূল শব্দ): ভারতচন্দ্র, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, অশ্লীলতা।
Page No: 173-181
