Author: Minati Sau Bhaumik
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/030600011
Abstract: যাত্রাগান সুদীর্ঘকাল ব্যাপী বাংলার যাত্রাপালায় যাত্রার প্রাণ অর্থাৎ কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। নীলকণ্ঠ মুখোপাধ্যায়, ব্রজমোহন রায়, রসিকলাল চক্রবর্তী, মুকুন্দদাস, গোবিন্দ অধিকারী, কৃষ্ণকমল গোস্বামী, নীলকণ্ঠ মুখোপাধ্যায় প্রমুখেরা কবিগানের প্রভাবে অশ্লীলতার অভিযোগে বিপন্ন যাত্রাকে পুনরায় জনপ্রিয় করে তোলার কাজে সাফল্য পেয়েছিলেন। শ্রোতাদের চাহিদা পূরণের জন্য উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ‘খেমটা’ নাচের সঙ্গে চটুল ও হালকা সুরের গান ব্যবহৃত হয়েছে। মদনমোহন চট্টোপাধ্যায়, মতিলাল রায়, ব্রজেন্দ্রকুমার দে, ব্রজমোহন রায়, মুকুন্দ দাস, উৎপল দত্ত, শৈলেশ গুহনিয়োগী প্রমুখ যাত্রাশিল্পীর হাত ধরে উনিশ শতকের শেষার্ধ থেকে পুরো বিশ শতক জুড়ে বাংলা যাত্রার গানে বহু ধরনের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে, গান রচনায় কাব্যগুণের কত বিচিত্র সমাহার ঘটেছে। বর্তমান শতাব্দীতে প্রায় সূচনা কাল থেকেই হিন্দি-বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গানের ব্যবহার এতটা তীব্রভাবে দেখা দিয়েছে যে, মৌলিক যাত্রাগানের চর্চা বিলুপ্তির পথে হারিয়ে যেতে বসেছে।
Keywords: যাত্রা, যাত্রাপালা, যাত্রাগান, যাত্রা সঙ্গীত
Page No: 113-124