Author: Bandana Sautya
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/030600012
Abstract: রবীন্দ্রনাথের গল্পসমুদ্রে সুভা গল্পের সুভা ও দৃষ্টিদান গল্পের কুমু চরিত্রদুটি শারীরিকভাবে প্রতিবন্ধী। তারাই এই গল্পদুটির মুখ্য চরিত্র। সুভা কথা বলতে পারে না অর্থাৎ মূক বা বোবা, সকলে মনে করে তার কোনো অনুভূতি নেই। সে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন। তার এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে একাকী করে তোলে। সুভার একাকিত্ব ঘোচানোর প্রধান উপায় ছিল প্রকৃতির সান্নিধ্যে আসা। নদী, গাছপালা, পশু-পাখি- এদের সাথেই সে তার মনের ভাব আদান প্রদান করত। প্রতিবেশী প্রতাপের প্রতি তার একমুখী টান ছিল। যুবতী সুভার প্রতিবন্ধিতা লুকিয়ে কলকাতায় বিবাহ দেওয়ার পর সত্যতা প্রকাশিত হলে স্বামী তাকে ত্যাগ করে ও তার জীবনে ট্রাজেডি নেমে আসে। কুমুর অল্প চোখের জ্যোতি থাকলেও ডাক্তার স্বামীর ভুল চিকিৎসায় ধীরে ধীরে পুরো অন্ধ হয়ে যায়। অনুভব করে তার দৃষ্টি ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যাবার পর অন্যান্য ইন্দ্রিয়গুলি অধিক সক্রিয় হয়ে উঠেছে। স্বামীর কারণে অন্ধত্ব এলেও সে স্বামীকে কোনোভাবে দোষারোপ না করে স্বামীরই পক্ষ নেয়। প্রথমে সতীনে আপত্তি নেই বললেও পরবর্তীতে স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে দ্বিতীয় বিবাহে উদ্যোগী হলেও মেনে নিতে পারেনা। তার অন্তর্দৃষ্টির প্রখরতা বহির্দৃষ্টির অন্ধকারকে দূরীভূত করে আশার আলোক প্রজ্জ্বলিত করে।
Keywords: রবীন্দ্রনাথ, ছোটগল্প, প্রতিবন্ধী, সুভা, কুমু
Page No: 125-136