সুকান্তের কবিতায় শ্রেণীচেতনা : চল্লিশের সমকালীন প্রেক্ষিতে

Author: চন্দন ভট্টাচার্য

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03020029

Abstract: নিজেকে কমিউনিস্ট বলে পরিচয় সুকান্তর কবিতায় বারবার উঠে এসেছে শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট, শ্রেণীচেতনা। অতি অল্প বয়সেই তিনি দ্বান্দ্বিক বস্তুবাদের ঐতিহাসিক তাৎপর্য অনুধাবন করেছিলেন ও কবিতায় নিপুণভাবে প্রয়োগ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর সমকালীন ও উত্তরকালে শোষিত মানুষের যুগ যুগ সঞ্চিত বিক্ষোভকে ছন্দে ভাষায় মূর্ত করে তুলতে চেয়েছিলেন। ছাড়পত্র, আগামী, চারাগাছ, আগ্নেয়গিরি, সিগারেট, কলম, একটি মোরগের কাহিনী, বোধন, রানার, ঐতিহাসিক ইত্যাদি কবিতাগুলিতে প্রতিফলিত হয়েছে শোষণ নিপীড়নহীন সমাজ গড়ে তোলার প্রাণপণ প্রয়াসের প্রতিশ্রুতি। শোষণভিত্তিক সমাজের স্বরূপ উদঘাটনে ও তার বৈজ্ঞানিক বিশ্লেষণে সুকান্তকাব্যের অনন্যতা এই সব প্রতীকী কবিতাগুলির মধ্যে প্রতিভাত।কবিতাগুলিতেশুধু সমকালই নয়, সম্ভাব্য আগামীকালও প্রতিফলিত।

Keywords: কবি সুকান্ত, সুকান্ত ভট্টাচার্য, সুকান্তের কবিতা, শ্রেণীচেতনা।

Page No: 203-213