Author: বন্দনা সামন্ত
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/02110018
Abstract: মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে আদিম যুগের মানুষ বেঁচে থাকার তাগিদে দৌড়াতে, লাফাতে, নিক্ষেপ করতে বধ্য হত। পরবর্তীকালে সভ্যতার উত্তরণের সাথে সাথে মানুষের এই অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনমূলক ক্রিয়াকলাপ কিছু কিছু বিধি নিয়মের আওতায় এসে বিভিন্ন ক্রীড়ার রূপ নিয়েছে, অতীতে যা ছিল বেঁচে থাকার সংগ্রাম বর্তমানে তা ক্রীড়া। আর এই লোকায়ত ক্রীড়া পরিবর্তীত এবং পরিমার্জিতরূপে আজও গ্রাম-বাংলার আঙিনায়, মেঠো পথের ধারে তপ মাঠের পরে আদুল গায়ের শিশু, মুক্তপ্রাণা কিশোর কিশোরীদের দ্বারা অনুসৃত এবং অনুশীলিত।
Keywords: লোকক্রীড়া, লোকসাহিত্য, ইতিহাস, হা-ডু-ডু, আগডুম-বাগডুম.
Page No: 153-158