বাঁকুড়ার লোকজীবনে বৌদ্ধ ও জৈন প্রভাব

Author: অর্পিতা চৌধুরী

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03090013

Abstract (সারসংক্ষেপ): ইতিহাসগতভাবে বাঁকুড়া জেলা রাঢ় অঞ্চলের অন্তর্গত। প্রাচীনকালে এই রাঢ় অঞ্চলে বৌদ্ধ ও জৈন ভিক্ষুদের যাতায়াত ছিল।দ্বারকেশ্বর ও রূপনারায়ণ নদের তীর বরাবর ছিল প্রান্তিক বন্দর তাম্রলিপ্তগামী প্রাচীন পথ। বহু দূর দূর থেকে এই সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্রে ভিড় করত বণিকেরা। এই সব ভাগ্যান্বেষী বণিকগোষ্ঠীর সঙ্গে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন বৌদ্ধ এবং জৈন ভিক্ষুরা, জনাকীর্ণ বন্দরনগরীতে বহু মানুষের সংস্পর্শে আসার ব্যাপকতর কর্মক্ষেত্র লাভের সুযোগ থাকত।ফলে বাঁকুড়ার বিভিন্ন গ্রামে গ্রামে বহু বৌদ্ধস্তূপ ও জৈন মন্দির পরিলক্ষিত হয়। যদিও হিন্দু ব্রাহ্মণ্যধর্মের পুনরুত্থানের ফলে বৌদ্ধ ও জৈন মূর্তিগুলি পরিবর্তিত হয়ে হিন্দু দেবদেবীতে রূপান্তরিত হয়েছে। চতুর্দশ শতকের মধ্যেই রাঢ় অঞ্চলে বৌদ্ধ ও জৈন ধর্মের ইতিহাস লোকচক্ষুর আড়ালে চলে যায়। তবে বাঁকুড়ার লোকসমাজের বহু রীতিনীতিতে এই বৌদ্ধ ও জৈন প্রভাব এখনো রয়ে গেছে।

Keywords (মূল শব্দ): বাঁকুড়া, লোকজীবন, লোকসমাজ, বৌদ্ধ মন্দির, জৈন মন্দির, বৌদ্ধ ও জৈন মূর্তিগুলি পরিবর্তন, হিন্দু দেবদেবীতে রূপান্তর.

Page No: 131-140