Author: চন্দন ভট্টাচার্য
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03090014
Abstract (সারসংক্ষেপ): ‘কাস্তে’ কবিতাটি কবি দিনেশ দাসকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। কবি সুধীন্দ্রনাথ দত্ত ও বিষ্ণু দে দিনেশ দাসের ‘এযুগের চাঁদ হল কাস্তে’ -এই পংক্তি নিয়ে কবিতা লেখেন, নারায়ন গঙ্গোপাধ্যায় ছোটগল্প লেখেন। কাস্তে কবিতায় কবি দিনেশ দাস বাঁকা চাঁদকে শ্রমজীবী কৃষকের ফসল-কাটার ক্ষুরধার অস্ত্র কাস্তের সঙ্গে তুলনা করেন। যে চাঁদ এতকাল কাব্যজগতে প্রেম ও সৌন্দর্যের লাবণ্যময় প্রতীক ছিল তাকে তিনি খেটে-খাওয়া মানুষের সংগ্রামের হাতিয়ার করে তুলেছেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাসন্ন হলেও কবি মনে করেছেন শেল, বোমার ভার বেশি হলেও কাস্তের ধারের কাছে তারা তুচ্ছ। কেননা কাস্তে শুধু আত্মরক্ষার অস্ত্র নয়, ফসল কাটার অস্ত্র। তিনি চাঁদ নিয়ে পূর্ববর্তী কবিদের কবিতার গতানুগতিক রোমান্টিকতার মূলে আঘাত করেছেন। কবিতাটির ছন্দ ও অলংকারগত দিক থেকেও বিশেষ গুরুত্ব রয়েছে। পরবর্তীতে কবি জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য প্রমুখেরা চাঁদ ও কাস্তের প্রতীকে বিভিন্ন কবিতা লিখেছে, বিভিন্ন গণসংগীতও রচিত হয়েছে। কিন্তু দিনেশ দাসের কাস্তে কবিতাটি এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত।
Keywords (মূল শব্দ): কাস্তে, চাঁদ, দিনেশ দাস, কাস্তেকবি, এযুগের চাঁদ হল কাস্তে, বাংলা আধুনিক কবিতা, চল্লিশের দশক।
Page No: 141-152
