Author: মৌটুসী সাহা
DOI Link : https://doi.org/10.70798/Bijmrd/020500018
Abstract : দ্বন্দ্বময় বিচিত্র সংকট বিজড়িত অচরিতার্থ জীবনবাসনায় মর্মবিদ্ধ কবি জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫৮) কাব্যপরিসরও এক দুর্ভেদ্য রহস্য ঘেরা। তিনি চিত্রিত করেছেন আধুনিক মানুষের ক্ষতবিক্ষত জীবচেতনাকে, যা ক্রমবিচ্ছিন্নতার সূত্রে প্রত্যক্ষ-বিশ্ব হারিয়ে, পেয়েছে এক সংশয়ী নির্জনতা। যেখানে বস্ত্রমানবের আত্মা কেবল ধূসরতায়, ক্ষয়-ক্লেদ-পতনে ও বিবমিষায় আচ্ছন্ন।ইন্দ্রিয়বোধের গভীরতার নিমজ্জিত হয়ে অতীন্দ্রিয় সৌন্দর্যের সূক্ষ্মতম বোধকে উপলব্ধি করেছেন জীবনানন্দ বিশ্বযুদ্ধ পরবর্তী জীবনের জটিলতায় নিমজ্জিত হয়ে ইন্দ্রিয় চেতনাকে স্থান দিয়েছেন তাঁর কবিতায়।আবার যেখানে ইন্দ্রিয়জ যাত্রা একান্তই অসম্ভব সেখানে তিনি পৌঁছে গিয়েছেন অতীন্দ্রিয় চেতনার নিবিড়বাসনা ও অনুভব-সংরাগে ।
Keywords: জীবনানন্দ, ইন্দ্রিয়, অতীন্দ্রিয়,জীবচেতনা.
Page No : 133-139